Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড ও অর্জন

সাম্প্রতিক বছরসমূহের (০৩ বছর) প্রধান অর্জণ সমূহঃ

প্রাণিসম্পদ অধিদপ্তর দেশের প্রাণিজ আমিষের চাহিদা পৃরণের লক্ষ্যে গবাদিপশু, হাঁসমুরগি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিসহ জাতসংরক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে। ২০২০-২১ অর্থ বছরে জিডিপিতে স্থিরমূল্যে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৪৪%,  প্রবৃদ্ধির হার ৩.৮০% । মোট কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৩.১০% (সূত্র: লাইভস্টক ইকোনমি ২০২০-২১)। বর্তমানে মাংস, দুধ ও ডিমের জন প্রতি প্রাপ্র্যতা বেড়ে যথাক্রমে ১৩৬.১৮ গ্রাম/দিন, ১৯৩.৩৮ মিলি/দিন ও ১২১.১৮ টি/বছরের উন্নীত হয়েছে। ঋঅঙ এর চাহিদা নির্দেশক ১২০ গ্রাম মাংস/জন/দিন ও ১০৪ টি/বছরে অনুযায়ী ইতিমধ্যেই উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। বিগত ৩ বছরের দরিাই উপজলোর অর্জণ সমূহ নি¤œরূপঃ

উৎপাদিত পণ্য    ২০১৮-২০১৯    ২০১৯-২০    ২০২০-২১

মাংস (লক্ষ মেট্রিক টন)    ০.০৮০    ০.০৯০    ০.০১০

দুধ (লক্ষ মেট্রিক টন)    ০.০৮০    ০.০৮৫    ০.০৯০

ডিম  (কোটি)    ২.০    ২.১    ২.৫


সমস্যা ও চ্যালেঞ্জসমূহ:

পদের তুলনায় জনবলের অপ্রতুলতা, লজিষ্টিক সাপোর্ট এর অভাব, গবাদিপশুর গুনগত মানসমপন্ন খাদ্যের অপ্রতুলতা, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার অভাব, রোগের প্রাদুর্ভাব, প্রযুক্তিগত জ্ঞান চর্চার অভাব, সচেতনতার অভাব, প্রণোদনামূলক উদ্যোগের অভাব, উৎপাদন সামগ্রীর উচ্চমূল্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদি প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম চ্যালেঞ্জ।

ভবিষৎ পরিকল্পনা :

রুপকল্প ২০৪১ অনুযায়ী জনপ্রতি দুধ, মাংস ও ডিমের উৎপাদন চাহিদার লক্ষ্যমাত্রা যথাক্রমে ২৫০ মিলি/দিন, ১২০ গ্রাম/দিন ও ১০৪টি /বছর পূরণের জন্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসসমূহ তথা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত চািহদা মোতাবেক সুনামগঞ্জ জেলায় ৩৫৬৬৮৬৫ জনসংখ্যার জন্য ২০২২-২৩ সালের মধ্যে কাংখিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে দুধ, মাংস ও ডিম উৎপাদন যথাক্রমে ০.২০ লক্ষ মে.টন, ০.১৭ লক্ষ মে.টন এবং ৪ কোটি ডিম উৎপাদন করতে হবে। দুগ্ধ ও মাংসল জাতের গরু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও রোগ নিয়ন্ত্রণ, পশু খাদ্য সরবরাহ বাড়াতে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ, বাজারে প্রাপ্ত পশু খাদ্যের মান সঠিক রাখার জন্য মনিটরিং কার্যক্রম জোরদারকরনসহ নমুনা সংগ্রহ করে পশুখাদ্য মান নিয়ন্ত্রণ গবেষনাগারে প্রেরণের জন্য সিলেট জেলার প্রাণিসম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে।। তাছাড়া প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি প্রানিজ আমিষের নিরাপত্তা বিধান, আপামর জনগোষ্ঠির পুষ্টির চাহিদাপূরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও অভিষ্ট জনগোষ্টির অংশগ্রহণের মাধ্যমে কাংখিত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণে সুনামগঞ্জ জেলার প্রাণিসম্পদ বিভাগ সদা সচেষ্ট।।